মো: জিশান আহমেদ সরকার
ক্যাম্পাস প্রতিনিধি
সারা দেশের ন্যায় ছিলারচর সরকারি ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১৬ জুলাই, ২০২৫) কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জিয়াসমিন আক্তার।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নৃপেন্দ্রনাথ হালদার। তিনি তার বক্তব্যে বলেন, "জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। তাদের দেখানো পথ ধরেই বৈষম্যহীন ও ন্যায়ের বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সম্পাদক কামাল হোসেন, সাবেক সম্পাদক সোহেল, সাবেক সহ-সম্পাদক আতিক মোড়ল, জিশান আহমেদ সরকার , সুশান্ত সরকার, যশোমন্ত বাড়ৈ এবং রাসেল। বক্তারা প্রত্যেকেই জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন ছিলারচর সরকারি ডিগ্রি কলেজ মসজিদের ইমাম ও খতিব শেখ আশরাফুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করে।
0 coment rios: