১১ জুলাই ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঐতিহ্যবাহী বটতলায় আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে ঘোষণা করা হয়েছে ভাঙ্গা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি।
এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাঈদ হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ ও ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক বছরের জন্য সমিতির কার্যক্রম পরিচালনা করবেন এবং ভাঙ্গা উপজেলার ছাত্রদের কল্যাণে বিভিন্ন সাংগঠনিক, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
0 coment rios: