2 Sept 2025

স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, অবাক ব্যবসায়ীরাও

 

বিশ্ববাজারে মাসের দ্বিতীয় দিনেও স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে তা নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্সে স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

কারণ হিসেবে বলা হচ্ছে, দুর্বল ডলার এবং সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা মূল্যবান ধাতুটির আকর্ষণ বাড়িয়েছে। চরম এ চাহিদা তৈরি এবং রেকর্ড দামে স্বর্ণ ব্যবসায়ীরাও অবাক। নতুন দামের ফলে যারা এ ধাতুতে বিনিয়োগ করতে চাচ্ছেন তারাও কিছুটা ধাক্কা খেয়েছেন।

রয়টার্স জানায়, আজ দিনের শুরুতে রেকর্ড সর্বোচ্চ ৩,৫০৮.৫০ ডলার ছুঁয়েছিল। এই বছর এখন পর্যন্ত বুলিয়ান ৩৩% বেড়েছে। তবে দিনের মধ্যভাগে স্পট গোল্ড ০.৬% বেড়ে প্রতি আউন্সে ৩,৪৯৬ ডলারে দাঁড়িয়েছে।

ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১.৪% বেড়ে ৩,৫৬৫.৫০ ডলার হয়েছে

আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, দুর্বল অর্থনৈতিক পটভূমি এবং মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা মূল্যবান ধাতুর বাজার চাঙ্গা করার পেছনের একটি কারণ। আরেকটি কারণ হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনের প্রভাবে ডলারের সম্পদে আস্থার সংকট বৃদ্ধি পাচ্ছে।

সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, ‘ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক অব সান ফ্রান্সিসকোর প্রেসিডেন্ট মেরি ডেলির ডোভিশের মন্তব্যের কারণে ব্যবসায়ীরা মার্কিন ব্যক্তিগত খরচের রিপোর্টের প্রভাব সামলাতে পেরেছেন। এর ফলে এই মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা খুলে গেছে। এ ছাড়া মার্কিন আপিল আদালত ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর চাপ বাড়েছে। ফলে স্বর্ণের দাম বেড়েছে।

তথ্য বলছে, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ ও বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের সভাপতি মেরি ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনা করে সুদের হার কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন।

এদিকে বাংলাদেশের বাজারে দুদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। দেশের বাজারে স্বর্ণের নতুন এ দাম আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: