শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তামপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ জানতে পারে, কাম্পুং বাংকাহুলু সংলগ্ন নদীতে মাছ ধরার সময় একজন বাংলাদেশি তীব্র স্রোতে ভেসে গেছেন।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। পরদিন শুক্রবার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় আবারও তল্লাশি চালানো হয়। তবে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ৩০ বছর বয়সী এক সহকর্মী ওই বাংলাদেশির সঙ্গে ছিলেন। তিনিই তাকে নদীতে মাছ ধরতে এবং পরে স্রোতে ভেসে যেতে দেখেছেন।
0 coment rios: