27 Jun 2025

ধরা পড়ে শিক্ষক বললেন, ‘আমাদের ভুল হয়েছে’

 


চাঁদপুরে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদের বিরুদ্ধে। সহকারী শিক্ষক কাশেমের সহযোগিতায় প্রায় এক টন সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েন তারা।

মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ জুন) রাতে প্রধান শিক্ষক বশির আহমেদ ও সহকারী শিক্ষক কাশেম বিদ্যালয়ের পুরোনো সরকারি বই হকারের কাছে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ ও কাশেম স্যার নিজেই হকারকে কল করেন। পরে সেই হকার এসে ২০০-২৫০ কেজি বই মাপেন। সব মিলিয়ে প্রায় ৩ টনের মতো বই সেখানে প্রস্তুত ছিল।  অভিযুক্ত শিক্ষক কাশেম বলেন, প্রধান শিক্ষক বশির আহমেদের নির্দেশেই আমি হকার ডেকেছি। তিনিই মূল উদ্যোক্তা, আমি কেবল সহায়তা করেছি। বই বিক্রির বিষয়ে আরও কয়েকজন শিক্ষকও জানতেন।

প্রধান শিক্ষক বশির আহমেদ বলেন, আমাদের ভুল হয়েছে। আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, সরকারি বই বিক্রি একটি গুরুতর অপরাধ। আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমি শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি। এ ছাড়া আমি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়কে বিষয়টি জানিয়েছি। সরকারি বই বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: