"মনু মিয়া নেই..."
ঘো'ড়ার শোক নিয়েই বি'দায় নিলেন!
আজ শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এক অসাধারণ মানুষ — মনু মিয়া।
জগতে একজন #মনু_মিয়া ছিলেন।
যিনি জীবদ্দশায় ৩০৫৭টি ক'বর খুঁড়েছিলেন—
কারও বাড়িতে একবেলা ভাত খাননি,
পারিশ্রমিক হিসেবে এক টাকাও নেননি।
এমন নিঃস্বার্থ মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া কঠিন।
মনু মিয়ার ঘোড়া মারার বিচার উপরে হবে ইনশল্লাহ
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনার মতো মানুষ চলে গেলে সমাজে এক অদৃশ্য শূন্যতা তৈরি হয়...
.jpeg)



0 coment rios: