জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ হয়েছে। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরাই জুলাই ঘোষণাপত্র দেবো।
রোববার (২৯ জুন) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।
তিনি জানান, ১-৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে তারা এই পদযাত্রা করবে।
তিনি জানান, ১ জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ৬৪ জেলায় জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি।
নাহিদ আরও জানান, ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি। ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি।
এনসিপি ৫ আগস্টকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে বলে জানান নাহিদ ইসলাম।
0 coment rios: