শিবচরে এতিমখানায় চাউল সহায়তা করলেন কৃষকদলের কেন্দ্রীয় নেতা নান্নু মোল্লা
শিবচর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে নিজ জন্মভূমিতে ব্যতিক্রম উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির
যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা শনিবার (২৮জুন) সকালে নিজের লোকের মাধ্যমে পরিবহন করে শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের আম্বিয়া হাকীমিয়া দারুণ উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় পঁচিশ কেজির, ৫০বস্তা চাউল এতিমদের হাতে তুলে দেন। বরাবরই সমাজ সেবামূলক কাজে এগিয়ে থাকতে দেখা যায় তাঁকে।
মসজিদ,মাদ্রাসা, মন্দির, এতিমখানা,সহ গরীব ও অসহায়দের সহযোগিতা করে আসছেন শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। তিনি তাঁর মা,বাবার রুহের মাগফেরাত কামনা করেন।এবং শিবচর বাসীর পাশে থেকে তাঁদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চান, শিবচর বাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।




0 coment rios: