মাদারীপুরে পরিবহন বাস তল্লাশি করে প্রায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক ১
শুক্রবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে রফিক(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৯৪৫ পিস ইয়াবাসহ আটক র্যাব-৮,সিপিসি-৩।
আটককৃত রফিক কক্সবাজার জেলার টেকনাফ থানার গোদার বিল এলাকার মোহাম্মদ হোসাইন এর ছেলে।




0 coment rios: