Monday, 30 June 2025

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

 

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগামী ৩০ আগস্ট সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একাধিক সূত্র কালবেলাকে এমনটা নিশ্চিত করেছে।

সফরটি হবে তার প্রথম ঢাকা আগমন এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

প্রধানমন্ত্রী মেলোনির আগমনের বিষয়টি প্রথম আলোচনায় আসে গত মে মাসে, যখন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, সফর সংক্রান্ত সব প্রস্তুতি নিয়ে কাজ চলছে। তার আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আশা করা যায়। তবে তার সফরটি সংক্ষিপ্ত। তিনি আবার ১ সেপ্টেম্বর ভোরেই ফিরে যাবেন।

দ্বিপক্ষীয় সফরে আলোচ্য বিষয় : প্রতি বছরই বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ইতালিতে যেতে আগ্রহী থাকেন। তবে নানা ভুল তথ্যের কারণে ভিসা না পাওয়ার হার বেশি। আর ইতালির পক্ষ থেকে বারবারই নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করা হয়েছে। ফলে এই বিষয়টি নিয়ে তারা আবারও আলোচনা করবেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে।

এ ছাড়া মানবপাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হবে। তবে সূত্র জানায়, ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে, এই সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা পেতে পারে। ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিভিন্ন দিক নিরূপণ ও প্রস্তুতির জন্য শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: