Wednesday, 23 July 2025

মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে ববি শিবিরের দোয়া মাহফিল




 

আব্দুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি  


মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (২৩ জুলাই, ২০২৫) আসরের নামাজের পর বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। উক্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিশেষ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করছি।”

তিনি বলেন, “যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ট্রেনিংয়ের জন্য উপযুক্ত ছিল না। এমন ঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনাকে আর চলতে দেওয়া যায় না। রাষ্ট্রের প্রতিটি ইনস্টিটিউশনকে দুর্নীতিমুক্ত করে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রশিক্ষণ আধুনিক বিশ্বের মতো হওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোতে যেভাবে দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি হ্রাস করে উদ্ধার তৎপরতা পরিচালিত হয়, তেমন প্রযুক্তি ও দক্ষতা বাংলাদেশেও যুক্ত করা সময়ের দাবি।”

উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত হন এবং আহত হন ১৭১ জন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: