ফরিদপুর প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক গুরুত্বপূর্ণ পথসভা। সকাল থেকেই সভাস্থলে কর্মীদের ভিড় বাড়ছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় অংশ নেবেন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধি। বক্তব্যে উঠে আসবে জনগণের ন্যায্য অধিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবিসহ নানা জাতীয় ইস্যু।
এনসিপি ফরিদপুর জেলা শাখার সভাপতি বলেন,
"জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার দল। আজকের পথসভা হবে শান্তিপূর্ণ এবং বার্তাবাহী।"
পথসভাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই আয়োজন আগামী জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
সভা শেষে থাকবে দলীয় স্লোগান, মিছিল ও সাংস্কৃতিক পরিবেশনা।
0 coment rios: