29 Jul 2025

গাজীপুরে সরকারি রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে

 



মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর 


আজ ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০৬ ওয়ার্ডের জনসাধারণ এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। 

এ যেন রাস্তা নয় দেখতে অবিকল কোন নদী বা খাল কিংবা কোন জলাশয়। তার দুই পাশ দিয়ে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে অসংখ্য দোকান পাট ও বসতি ঘরবাড়ি। মানুষ চলাচল করছে হাটুপানি, কোমর পানির মধ্য দিয়ে। ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে মানবেতর জীবন অতিবাহিত করছেন কলা বাঁধা গ্রামবাসী। নিরাপত্তাহীনতার চলমান চরম বিপর্যয় জীবন যাপনের এক নজির বিহীন প্রতিচ্ছবি! 


গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের কলা বাঁধা গ্রামের ঈদগাহ মাঠ রাস্তায় সামান্য বৃষ্টির পানিতেই ডুবে যায় পথ ঘাট ও রাস্তা। ডুবে যায় দোকান পাট ও বসতি ঘরবাড়ি এবং নষ্ট হয়ে যায়  বিভিন্ন মালামাল!  বৃষ্টির সাথে সাথে আশপাশে গড়ে ওঠা কলকারখানা ও বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য পানি যুক্ত হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতার। খাল ভরাট করে কারখানা নির্মাণ ও আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য পানি সরাসরি রাস্তায় ফেলায় এবং সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দেখে মনে হয় যেন কোন নদী বা খাল কিংবা জলাশয়। এলাকার চিত্র হয়ে ওঠে যেন উপকুলীয় বন্যা কবলিত কোন এলাকা। চরম দুর্ভোগ আর বিভিন্ন অসুবিধার মধ্য দিয়েই জীবন অতিবাহিত করতে হয় তাদের! 


এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় ঘনবসতি ও জনবহুল এলাকায় পরিণত হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ী চলাচল করে এবং হাজার হাজার লোকজন চলাফেরা করে। বিভিন্ন মালবাহী যানবাহনও এই রাস্তায় চলাচল করে।


কিন্তু সামান্য বৃষ্টি আর কলকারখানার চলমান বর্জ্য পানিতে জলাশয় হয়ে থাকে মাঝে মাঝেই। কিন্তু নেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা। প্রতিদিন এই বর্জ্য পানির মধ্যে দিয়েই এলাকার জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।


হাজার হাজার জনসাধারণের চলাচলের এই রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে অফিস আদালতে, বিভিন্ন পেশাজীবি এবং অসংখ্য শিক্ষার্থীদের চলতে হয়। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের কোন দূর্ঘটনা।  পানিতে ডুবে মারা যেতে পারে শিশু বাচ্চা এবং বয়স্ক মানুষ। হতে পারে মারাত্মক আহত। অসংখ্য পানি বাহিত রোগে আক্রান্ত হতে পারে। ঘটতে পারে বড় ধরনের পরিবহন দূর্ঘটনা। এমন মারাত্মক ও জনদূর্ভোগ নিরসনের জন্য এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেন।


তাই এলাকার শতশত মানুষ  সমবেত হয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: