আজকের বাংলা 24 এর বিশেষ প্রতিনিধি-আবুসাইদ ইসলাম মিয়াজীর পাঠানো রিপোর্টে
মাদারীপুর-১ (শিবচর) আসন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। ক্ষমতার পালাবদলে মাদারীপুর-১ শিবচর আসনের রাজনীতির চিত্রও পাল্টে গেছে।
মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অর্ধডজনের বেশি প্রার্থী। তাঁরা হলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রোকন উদ্দিন মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী,এবং হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা, সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরী।
এ ছাড়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাসার সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে। শিবচরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন এসব মনোনয়নপ্রত্যাশী নেতা।
এদিকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হিসেবে থাকছে মনির হোসেন রাজীব , ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখার) মনোনয়ন পেয়েছেন মাওলানা আকরাম হোসাইন। অন্যদিকে শিবচর জামায়াতের আমির মো. সারোয়ার হোসাইন মৃধাকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী।
তাঁরাও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।




0 coment rios: