বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শতাধিক গাড়ির বিশাল শোভাযাত্রা এবং গণসংযোগ করেছেন।
সোমবার (২১ জুলাই) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা। গাড়ি বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাসসহ শতাধিক যানবাহন অংশ নেয়। দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় রাখা হয়েছিল চিকিৎসক এবং মোটর মেকানিক।
🔰 নেতৃত্বে ছিলেন যাঁরা:
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন—
-
মাওলানা আমজাদ হোসেন, সভাপতি, ফরিদপুর জেলা খেলাফত মজলিস
-
মুফতি আবু নাসির উদ্দিন আইয়ুবী, সাধারণ সম্পাদক
-
মাওলানা হাফিজুর রহমান, সভাপতি, ভাঙ্গা উপজেলা শাখা
-
হাফেজ ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক, ভাঙ্গা
-
মুফতি জাকির হুসাইন, সভাপতি, সদরপুর উপজেলা
-
মুফতি সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক
-
মুফতি যাকারিয়া, সভাপতি, চরভদ্রাসন উপজেলা
-
মুফতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক
-
সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী
🗣 মতবিনিময়ে প্রার্থী মিজানুর রহমান বলেন:
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা বলেন—
“মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই কাজ করছে।”
তিনি আরও বলেন—
“আমাদের নেতা আল্লামা মামুনুল হক আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমরা ইতিমধ্যে জনগণের মাঝে ভালো সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”
📢 সারাংশ:
খেলাফত মজলিসের এই শক্তিশালী গণসংযোগে এলাকাবাসীর আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে। নতুন দল হিসেবে এলাকায় তাদের প্রভাব ক্রমেই বাড়ছে বলে জানান স্থানীয়রা।
📍 নির্বাচনী এলাকা:
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন)
প্রতীক: রিক্সা
প্রার্থী: মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা




0 coment rios: