কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে তিনটি খাবার প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে পরিচালিত এই অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ দেখতে পান, জম-জম টাওয়ারের 'জম-জম ক্যান্টিন', 'ক্যাফে কর্ণার' এবং 'গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্ট' নামের তিনটি প্রতিষ্ঠান সর্বোচ্চ খুচরা মূল্য অপেক্ষা বেশি দামে খাদ্যপণ্য বিক্রি করছিল। এছাড়া খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে ছিল অস্বাস্থ্যকর পরিবেশ। এসব অপরাধে প্রতিষ্ঠান তিনটিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। ভোক্তাদের স্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে অধিদপ্তর।
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লার সাধারণ সম্পাদক মো. মাসাউদ আলম, অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি সহায়তাকারী টিম।




0 coment rios: