Sunday, 13 July 2025

আবারও ৬ বলে ৬ ছক্কা দেখল ক্রিকেটবিশ্ব!

 

২০০৭ সালে যুবরাজ সিং যখন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন, তখন গোটা ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল বিস্ময়ে। সেই দৃশ্য এবার পুনরাবৃত্তি করলেন বুলগেরিয়ার উইকেটকিপার-ব্যাটার মানান বশির, যিনি জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মেরে নাম লেখালেন ইতিহাসের পাতায়।

ঘটনাটি ঘটে বুলগেরিয়া, জিব্রাল্টার এবং মাল্টার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে, ভেন্যু ছিল সোফিয়ার ন্যাশনাল স্পোর্টস একাডেমি। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন জিব্রাল্টার অধিনায়ক ইয়ান লাটিনের আস্থা রাখা বোলার কবির মিরপুরি। আর এই ওভারেই বশির মেরে বসেন ছয়টি টানা ছক্কা! পুরো ওভারেই বাউন্ডারির বাইরে উড়ে যায় বল।

মানান বশিরের সঙ্গে তখন ক্রিজে ছিলেন ওপেনার ইসা জারু, যিনি আগেই ম্যাচে ছন্দে ছিলেন। তবে শেষের দিকে এসে বশিরের নয় বলের ৪৩ রানের ঝড়ো ইনিংস যেন ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়।

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় ছক্কার ইতিহাসে ষষ্ঠ নাম

এই কীর্তির মাধ্যমে মানান বশির যোগ দিলেন সেই মর্যাদাপূর্ণ তালিকায়, যেখানে আছেন:

  • হার্শেল গিবস (নেদারল্যান্ডসের বিপক্ষে, ২০০৭)
  • যুবরাজ সিং (ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৭)
  • কাইরন পোলার্ড (শ্রীলঙ্কার বিপক্ষে, ২০২১)
  • জাসকারণ মালহোত্রা (পাপুয়া নিউ গিনির বিপক্ষে, ২০২১)
  • দীপেন্দ্র সিং আইরী (কাতারের বিপক্ষে, ২০২৪)
  • মানান বশির (জিব্রাল্টারের বিপক্ষে, ২০২৫)

এই তালিকায় জায়গা পাওয়া মানান বশিরের জন্য শুধু গর্বের বিষয়ই নয়, এটি বুলগেরিয়ার ক্রিকেট ইতিহাসেও এক স্মরণীয় অধ্যায়।

প্রথমে ব্যাট করে জিব্রাল্টার তোলে ২০ ওভারে ১৯৪ রান, যেখানে ফিলিপ ও মাইকেল রেইকসের ইনিংস উল্লেখযোগ্য। তবে বুলগেরিয়ার বোলার প্রকাশ মিশ্র ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের গতি থামিয়ে দেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে বুলগেরিয়ার শুরুটা ছিল দারুণ—খোলা চালিয়ে খেলেন ক্রিস লাকভ ও ইসা জারু। আর শেষের দিকে বশিরের ব্যাটে ‘টর্নেডো’ উঠলে আর পেছনে তাকাতে হয়নি। বুলগেরিয়া জয় নিশ্চিত করে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গেই।



    শেয়ার করুন

    Author:

    Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

    0 coment rios: