21 Jul 2025

সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

 

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাইপ্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন দলটির আমির ডাশফিকুর রহমান। বক্তব্যকালে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের শীর্ষ  নেতা।সেই অবস্থাতেই বক্তব্য শেষ করেন তিনি। পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে দেখতে যান বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার। হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

পরে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ডাশফিকুর রহমান। ইউনূসের  সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টের মাধ্যমে তিনি  ধন্যবাদ জ্ঞাপন করেন।

পেজের এডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে লেখা হয়, ‘আমিরে জামায়াত ডাশফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে গৃহায়ন  গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খানআমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমানপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দারম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারীফ্রান্সে বসবাসরত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টলেখক  চিকিৎসক জনাব পিনাকী ভট্টাচার্যবিশিষ্ট সাংবাদিক  আল-জাজিরার তদন্তকারী ইউনিটের সদস্য জনাব জুলকারনাইন সায়েরবিশিষ্ট সাংবাদিক  অনলাইন একটিভিস্ট জনাব ইলিয়াস হোসাইন শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

এছাড়াও ফেস দ্য পিপলের স্বত্বাধিকারী সাইফুর সাগরসহ আরও অনেকে জামায়াত আমিরের বাসায় তাকে দেখতে আসেন এবং তার শারীরিক খোঁজখবর নেন

দেশপ্রেমিক এই ব্যক্তিদের সম্মানিত আমীরে জামায়াতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ  কৃতজ্ঞতা জানাচ্ছি

রাতে দেওয়া পর অপর পোস্টে বলা হয়, ‘আমিরে জামায়াত ডাশফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিপ্রেসিডেন্ট কর্ণেল অলি আহমদ (বীরবিক্রম), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পির সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমনায়েবে আমির মুফতি ফয়জুল করিমজাতীয় নাগরিক পার্টির (এনসিপিআহবায়ক নাহিদ ইসলামআমার বাংলাদেশ পার্টির (এবি পার্টিচেয়ারম্যান মজিবুর রহমান ভূইয়াজাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সলএনসিপি' দক্ষিণ অঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ  উত্তর উঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমবিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বরাজনীতিবিদ  সোশাল অ্যাক্টিভিস্ট ফয়জুল হকসহ আরও অনেক সম্মানিত রাজনীতিবিদ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন

এছাড়াও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডামোস্তাফিজুর রহমান ইরানসহ আরও অনেকেই বাসায় সাক্ষাৎ করতে আসেন এবং আমিরে জামায়াতের শারীরিক খোঁজখবর নেন।

দেশের বরেণ্য এই রাজনীতিবিদদের আন্তরিকভাবে ধন্যবাদ  কৃতজ্ঞতা জানাচ্ছি



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: