মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ঘাটমাঝি, ঝিকরহাটি এলাকায় সড়কের পাশে ইমরান বেপারী (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান বেপারী ওই এলাকার এমাজউদ্দীন বেপারীর ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ঝিকরহাটি খানা বাড়ি সংলগ্ন সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের মতে, এটি একটি রহস্যজনক ঘটনা হতে পারে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।"
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।




0 coment rios: