মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ নাসিরের মোড় এলাকাকে ঘিরে সম্প্রতি এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, “এখানে যারা যারা গডফাদার আছে, সব নাম শিবচর আর্মি ক্যাম্পে দিয়ে এসেছি, আর বাদবাকি নাম লেখে নিলাম। কাউকে ছাড় দেওয়া হবে না।”
এই বক্তব্য তিনি আগামীকাল বুধবার (২ জুলাই) তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টে প্রকাশ করেন বলে জানা গেছে। ফেসবুকে এই বার্তা দেয়ার মাধ্যমে তিনি সরাসরি জনগণকে সতর্ক করতে চান।
ওসি রতন শেখ তার বার্তায় আরও বলেন, “নাসিরের মোড়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব কোনো কিছুই এখানে চলবে না।”
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “পুলিশের সঙ্গে থাকুন, অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
স্থানীয়দের অনেকে জানান, দীর্ঘদিন ধরে নাসিরের মোড় এলাকায় কিছু প্রভাবশালী অপরাধী গোপনে তৎপর ছিল। ওসির এমন অবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সাহস তৈরি করেছে।
0 coment rios: