Sunday, 6 July 2025

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের ঘারুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা

 




ভাঙ্গা, ফরিদপুর | প্রতিনিধি: মোঃ আবু সাইদ ইসলাম মিয়াজী

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব মুজাহিদ বেগ শনিবার দিনভর ভাঙ্গা থানার ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘরে ঘরে গিয়ে নিজের প্রতীক ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। এলাকার যুবসমাজ, প্রবীণ ভোটার ও নারীদের সাথে কথা বলে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যার প্রতি মনোযোগ দিয়ে মুজাহিদ বেগ প্রতিশ্রুতি দেন – “আপনাদের উন্নয়নই আমার লক্ষ্য।”

প্রচারণাকালে তার সঙ্গে স্থানীয় সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীরা উপস্থিত ছিলেন। মুজাহিদ বেগ বলেন,
“আমি রাজনীতি করি মানুষের জন্য, কোনো দলীয় স্বার্থে নয়। জনগণের দোয়ায় যদি সংসদে যেতে পারি, তাহলে ঘারুয়া ইউনিয়নসহ পুরো ফরিদপুর-৪ এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও কর্মসংস্থানের বাস্তব উন্নয়ন হবে।”

এ সময় তিনি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

📌 আগামী দিনগুলোতে তিনি ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও প্রচারণা চালানোর কথা জানান।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: