গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র প্রতিবাদে আজ বিকেল ৫টায় টাঙ্গাইল জেলা এনসিপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা এনসিপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা আজ হুমকির মুখে। যারা কেন্দ্রীয় নেতাদের উপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
0 coment rios: