রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মামুন মোল্লা, মোহাম্মদ রায়হান ও নিলয় হোসেন বাপ্পী। শনিবার (১২ জুলাই) রাতে পল্লবী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে পল্লবীর আলাব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ সময় চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার পেছনে চাঁদা আদায়ের উদ্দেশ্য ছিল বলে দাবি করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান। তাদের ভাষ্য অনুযায়ী, পাঁচ কোটি টাকা চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ‘শনিবার রাতে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। হামলার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গ্রেপ্তার ৩ জনকে রোববার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’
0 coment rios: