আশরাফ আহমেদ,
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থান-২৪ এ শহীদ আবদুল্লাহ বিন জাহিদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আমগাছের চারা রোপণ করা হয়।
জানা গেছে, শনিবার সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরই অংশ হিসেবে হোসেনপুর উপজেলা চত্ত্বরে শহীদ আবদুল্লাহ বিন জাহিদ স্মরণে আমগাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির,ওসি (তদন্ত) লিমন বোস,
শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এর মাতা ফাতেমা-তুজ-জোহরা, জুলাই যোদ্ধা মো. শওকত হোসাইন, জুলাই যোদ্ধা আল আমিন ভূঁইয়া প্রমূখ।




0 coment rios: