বহুল আলোচিত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তিত্ব হিরো আলম ও আলোচিত ইউটিউবার রিয়ামনির মধ্যে চলমান বিরোধ ও মামলা অবশেষে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। দীর্ঘদিনের মান-অভিমান, পাল্টাপাল্টি অভিযোগ ও আইনি লড়াই শেষে দুইজনই তাদের পুরোনো সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ অধ্যায় ফিরিয়ে এনেছেন।
এক যৌথ সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, "আমরা কেউ কারও শত্রু না। ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হওয়া উচিত নয়। আমরা এখন থেকে একসাথে ভালো কনটেন্ট তৈরি করতে চাই।"
রিয়ামনি বলেন, "আমি ও হিরো আলম ভাই এখন আর কোনো বিরোধে নেই। আইনি পথ থেকে আমরা সরে এসেছি, কারণ আমরা চাই মানুষকে বিনোদন দিতে, বিভ্রান্তি নয়।"
জানা গেছে, উভয় পক্ষই মামলা প্রত্যাহার করেছেন এবং পরস্পরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তুলে নিয়েছেন। এই সিদ্ধান্তে দুই পক্ষের পরিবার এবং অনুরাগীরাও সন্তুষ্ট।
সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশের পর অনেকেই প্রশংসা করেছেন তাদের এই পরিণতির। অনেকে বলছেন, "যেখানে রাগ-অভিমান সহজে ভাঙে না, সেখানে এই সিদ্ধান্ত একটা বড় উদাহরণ।"
দুজনের নতুন যুগল প্রজেক্ট নিয়ে গুঞ্জন চলছে, যা তারা খুব শিগগিরই ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।




0 coment rios: