Tuesday, 22 July 2025

টঙ্গীতে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি

 

 

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইয়ের সময় চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে টঙ্গীর শফিউদ্দিন রোড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ৪ নম্বর ব্লকের বাসিন্দা নাজমুল হোসেন (২৪), সুমন (২৬) ও বউ বাজার এলাকার সজিব হোসেন (২৭) এবং হোসেন মার্কেট এলাকার বাসিন্দা মেহেদী (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় এক যুবকের হাতে ছুরি দেখতে পেয়ে সন্দেহ হলে জনতা তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং গণপিটুনি দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে ফেলে এবং টঙ্গী পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেয়। এ ছাড়া সন্ধ্যার দিকে টঙ্গীর বউ বাজার ও হোসেন মার্কেট এলাকায় আরেকটি পৃথক ঘটনায় সজিব ও মেহেদীকে আটক করে জনতা।টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ছিনতাইকারীদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: