নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজকের এই কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়।
বক্তারা বলেন, “তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে সরকারের নির্দেশে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের জনগণ এসব অপপ্রচারে বিশ্বাস করে না।”
এসময় কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন,
“আজকে যারা মিথ্যা মামলা দিয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে দমন করতে চায়, তাদের জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মিটফোর্ডে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড আমাদের জাতির জন্য কলঙ্ক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, "এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। গণআন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।"
বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখরিত করেন রাজপথ।




0 coment rios: