Monday, 7 July 2025

ফরিদপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবিতে আন্দোলন

 

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
খবর ফরিদপুর রিপোর্ট
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল আটটা থেকে ‌ বেলা ১১ টা পর্যন্ত ছয় দফা সমর্থনে ‌‌ ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে ‌ উক্ত কর্মসূচি পালন করে তারা।‌ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ মোহাম্মদ সুলাইমান
এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ‌ কর্মকর্তা শামীম আজাদ,
হেলথ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আসাদ, স্বাস্থ্য সহকারী মুজিবুর রহমান , মিরাজুল ইসলাম, তৈয়বুর রহমান, সালমা শরীফ, জামাল উদ্দিন খান, অনুষ্ঠান পরিচালনা করেন ‌ সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এ সময় ফরিদপুরের নয়টি উপজেলার‌ স্বাস্থ্য সহকারী বৃন্দ ‌ মানববন্ধন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা ছয় দফার যৌক্তিকতা তুলে ধরে আলোচনা করেন।
তারা ‌ বলেন
ছয় দফা দাবি বাস্তবায়নের ‌ আদায়ের লক্ষ্যে তাদের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে । এ সময় তারা ‌ বেতন ও গ্রেডিং এর বৈষম্য ‌ তুলে ধরেন এর অবসান দাবি করেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জুলাই ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন। এছাড়া শাট ডাউন কর্মসূচি ও পালন করবেন বলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে জানান। তাদের এ ব্যাপারে ‌ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ করে যেতে পারে ১/ ‌ নিয়োগ বিধি সংশোধন, ২/শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান পাস ‌ সংযুক্ত করা,
৩/স্বাস্থ্য সহকারীদের ১৪ তম গ্রেড ‌ এবং আইদের ১২ তম গ্রেড প্রদান।
৪/ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীত করন,
৫/টেকনিক্যাল মর্যাদা প্রদান
‌ ৬/পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: