Sunday, 13 July 2025

এক সিনেমায় চার চরিত্রে আল্লু অর্জুন

 

‘পুষ্পা’ সিনেমায় লুঙ্গি পরা, বাঁকা হাঁটার এক চোরাচালানি হয়ে ভারতজুড়ে আলোড়ন তুলেছিলেন আল্লু অর্জুন। দক্ষিণ থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছেন সারাদেশের স্টাইল আইকন। বক্স অফিস কাঁপানো সেই চরিত্রের পর ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করে তার জনপ্রিয়তা আরও একধাপ বাড়িয়ে দেয়। এবার সেই আল্লু অর্জুন ধরা দিচ্ছেন একেবারে ভিন্ন রূপে—সুপারহিরো চরিত্রে। অ্যাটলির পরিচালনায় তৈরি হচ্ছে নতুন এক অ্যাকশন-সিনেমা, যেখান থেকে আল্লুর লক্ষ্য শুধু ভারতের বাজার নয়—বিশ্বজয়!

‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছেন আল্লু। এটি আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। প্রাথমিকভাবে তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২*এ৬’। সায়েন্স ফিকশন ঘরানায় তৈরি হচ্ছে সিনেমাটি। এতে আল্লু আছেন সুপারহিরো চরিত্রে।

অ্যাটলি ও আল্লু অর্জুনের এ সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। গল্পের প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটির বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এতে।

‘এএ২২*এ৬’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের। তাঁর ভক্তদের জন্য আরও আনন্দের খবর, দুটি নয়, নতুন সিনেমায় একাই চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু। বলিউড হাঙ্গামা জানিয়েছে, তিনি একাই হচ্ছেন পুরো পরিবার। দাদা, বাবা আর দুই ছেলে— মোট চারটি চরিত্রে দেখা যাবে তাঁকে। এটাই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের প্রথম বহুমুখী চরিত্র।

প্রথমে দাদা ও বাবা—দুটি চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লুর। তবে পরবর্তী সময়ে অভিনেতা নিজেই চারটি চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পরিচালক অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু লুক টেস্টের পর বুঝতে পারেন, এটা সিনেমাকে আরও সমৃদ্ধ করবে। ফলে নতুন সিনেমায় এক টিকেটে চার রকম আল্লুকে দেখতে পারবেন দর্শক।

সান পিকচার্সের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট বলা হচ্ছে এ সিনেমাকে। পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। মুক্তি পাবে ২০২৭ সালে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: