বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা কৃষিবিদ মো. এমদাদুল হক দুলুর সার্বিক তত্ত্বাবধানে জাতীয়তাবাদী কৃষিবিদ নেতৃবৃন্দের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ফার্মগেট মোড় প্রদক্ষিণ করে আবার কেআইবি চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষিবিদ এমদাদুল হক দুলু, শাহাদাত হোসেন চঞ্চল, মাসুদুল হক, শরিফ, এস এম এ খালিদ, শাহাদাত হোসেন, শওকত ওসমান শামীম, সোহরাব হোসেন সুজন, আমান, রাজিবুল ইসলাম রাজিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক সিনিয়র কৃষিবিদ নেতৃবৃন্দ।
0 coment rios: