19 Jul 2025

গাছ লাগান তাপমাত্রা কমান হোসেনপুরে গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষরোপন ‎



আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে আত-তাওয়াক্কুল ফাউন্ডেশন এর উদ্যোগে সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া গ্রামে শতাধিক নিম গাছ রোপন করে স্থানীয়রা। এতে অংশগ্রহণ করতে পেরে ভেজায় খুশি এলাকাবাসী।

গতকাল ‎শুক্রবার বিকালে ডিপটিউবওয়েলের মোড় হতে কোনা মেছেড়া পর্যন্ত, রাস্তার দুই পাশে ঔষধি ও পরিবেশ বান্ধব ১০০ নিমগাছ রোপন করা হয়।

‎এ সময় উপস্থিত থেকে বৃক্ষরোপনে অংশ নেয় সহকারী কমিশনার ভূমি ফরিদ-আল-সোহান ও  শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ। 


 সহকারী কমিশনার ভূমি জনাব ফরিদ-আল-সোহান বলেন ,নিমগাছের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো—এটি প্রচুর দূষণ সহ্য করতে পারে এবং পরিবেশ থেকে নানা ক্ষতিকর উপাদান শোষণ করতে সক্ষম। এর পাতাগুলো সীসার মতো ভারী ধাতু শোষণ করে নেয়, যা বাতাসে থাকা অত্যন্ত বিপজ্জনক উপাদান। ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড ও নাইট্রোজেনের মতো দূষক পদার্থও নিমগাছ শোষণ করতে পারে।এই গাছ কেবল দূষণ নিয়ন্ত্রণেই নয়, বরং আশেপাশের পরিবেশ শীতল ও বিশুদ্ধ করতেও দারুণ কার্যকর। যদি কোনো বাড়ির চারদিকে পরিকল্পিতভাবে নিমগাছ লাগানো হয়, তাহলে তা এক ধরনের সবুজ বেষ্টনী বা “Green Belt” তৈরি করে। এতে ওই বাড়ির আশেপাশে একটি মাইক্রোক্লাইমেট গড়ে ওঠে, যার ফলে ভেতরের তাপমাত্রা আশপাশের তুলনায় উল্লেখযোগ্য হারে কম থাকে। বর্তমান বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও শহুরে তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে, নিমগাছ হতে পারে একটি সহজ ও কার্যকর সমাধান। বর্ষাকালেই গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই এখনই সময় নিজ বাড়ির চারপাশে নিমগাছ লাগিয়ে পরিবেশবান্ধব এক ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার। আজকের গাছ একদিন হবে পরিবারের জন্য প্রাকৃতিক এসি—নিঃশব্দ, ব্যয়বিহীন এবং উপকারী। 



গড়বিশুদিয়া গ্রামের ইন্জিনিয়ার ইয়াসির আরাফাত জানান,নিম গাছ এমন একটি বৃক্ষ, যার উপকারিতার শেষ নেই। এটি শুধু একটি গাছ নয়, বরং একটি প্রাকৃতিক আশীর্বাদ। পরিবেশ রক্ষায় এর অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে একে "প্রাকৃতিক এসি" বলা হয়। একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসঙ্গে ১০টি এসি চালানোর সমান কাজ করে। শুধু তাই নয়, এর ছায়াতলে আশপাশের তাপমাত্রা কমে যেতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: