Saturday, 12 July 2025

নদীগর্ভে বিলীন হওয়ার পথে আমখোলা লঞ্চঘাট সড়ক, বিচ্ছিন্ন হতে পারে গলাচিপা!

 






মোঃ হেলাল উদ্দীন 

গলাচিপা প্রতিনিধি:


পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম আমখোলা লঞ্চঘাটের দক্ষিণ পাশের প্রধান সড়কটি ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে সড়কের গাইডওয়ালসহ বেশ বড় একটি অংশ নদীতে ধসে পড়েছে এবং অবশিষ্ট অংশ যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই সড়কটি গলাচিপা উপজেলা শহরকে জেলা শহরসহ অন্যান্য উপজেলার সাথে সরাসরি সংযুক্ত করে রেখেছে। 


এটি সম্পূর্ণরূপে ভেঙে পড়লে গলাচিপার সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়বে এবং জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হবে।

এছাড়া নদীভাঙনের ফলে সড়কের সুরক্ষাকবচ হিসেবে নির্মিত গাইডওয়াল ধসে পড়ায় এলাকাটি এখন সরাসরি বন্যার ঝুঁকিতে পড়েছে। নদীর পানি প্রবেশ করে আমখোলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি এবং জনগণের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।

স্থানীয়দের জোর দাবি:

অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—পটুয়াখালীর জেলা প্রশাসক, গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপথ বিভাগের হস্তক্ষেপ প্রয়োজন। এলাকাবাসী প্রত্যাশা করছে, দ্রুত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়কটি সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে গোটা গলাচিপা উপজেলার মানুষের জীবনযাত্রায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: