Tuesday, 1 July 2025

নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতার মাকে নামাজরত অবস্থায় কু'পিয়ে জ'খম করেছে দু'র্বৃত্তরা।

 



নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতার মাকে নামাজরত অবস্থায় কু'পিয়ে জ'খম করেছে দু'র্বৃত্তরা। এসময় তারা ঘরে ঢুকে ডা'কাতি ও লু'টপাট চালায়। 


মঙ্গলবার (১ জুলাই) মাগরিবের নামাজের সময় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল কোম্পানীর বাড়িতে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী হোসনেয়ারা বেগম মরিয়ম (৮৫) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল কোম্পানীর বাড়ির মো. আবুল কাশেমের স্ত্রী ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. কামাল খানের মা।


জানা গেছে, হা'মলার শিকার বৃদ্ধার নাম হোসনেয়ারা বেগম মরিয়ম বাড়িতে একা ছিলেন। তিনি যখন মাগরিবের নামাজ পড়ছিলেন এসময় দু'র্বৃত্তরা হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং নামাজে অবস্থানরত হোসনেয়ারা বেগমকে ধারালো অ'স্ত্র দিয়ে কু'পিয়ে গুরুতর জ'খম করে। পরে তারা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, বৃদ্ধার শরীরে থাকা স্বর্ণের তাবিজ ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 


ভুক্তভোগীর ছেলে মো. মহিউদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে হা'মলা হবে বলে শুনছিলাম। আজকে হা'মলা, ডা'কাতি, লু'টপাট সবই হয়েছে। আমার বৃদ্ধ মাকে তারা কু'পিয়ে জখম করেছে। আমার ভাই আওয়ামী লীগের উপজেলা কোষাধ্যক্ষ ছিলেন এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকার অনেক উন্নয়ন করেছেন। ৫ আগস্টের পর তিনি এলাকায় নেই কিন্তু আমাদের বাড়িতে একাধিকবার হা'মলার চেষ্টা হয়েছে।  


কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, নামাজরত অবস্থায় বৃদ্ধ মাকে কু'পিয়ে ডা'কাতির খবর পেয়ে আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: