25 Jul 2025

জঙ্গি নাটক’ ও জাতিসংঘ অফিসের বিরোধিতায় রাজধানীতে তৌহিদি জনতার গণ মিছিল

মোঃ ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার






মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর 


আজ ২৫ জুলাই শুক্রবার রাজধানী ঢাকায় অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে  ইস্তিফাদা বাংলাদেশের আহবানে আজ বাদ জুমা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা ও নতুন করে ফ্যাসিবাদের জঙ্গি নাটক ফিরিয়ে আনার প্রতিবাদে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশে দেশের অনেক দেশ বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন। 

উপস্থিত ছিলেন ড. মো এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি জসিমউদদীন রহমানী, মাওলানা মীর ইদ্রিস আলী,  জনাব আহমদ রফিক, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মুফতি তারেকুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, জনাব আবু ত্বহা আদনান,  জনাব আসিফ আদনান, ডাঃ শামসুল আরেফিন শক্তি, ডাঃ মেহেদী হাসান সহ অসংখ্য আলেমে দ্বীন ও হাজার হাজার নেতাকর্মী এবং মুসলিম তৌহিদি জনতা। 


এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন পূর্বের ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবারও নতুন করে দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা দিল্লির দালালী বন্ধ করেছি কোন আমেরিকার দালালী করার জন্য নয়। জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা হলে আমাদের দেশে ইসলাম বিরোধী সমকামিতা তৈরী হবে। এদেশে ইসলামের বিপক্ষে কাজ করবে। ইতিমধ্যে আলেম ওলামাদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজিয়ে মামলা করা হয়েছে। আমরা বেঁচে থাকতে জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে খুলতে দেবো না দেবো না। তাই অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা-না হলে আমরা মার্চ টু যমুনার ডাক দিতে বাধ্য হবো।


সমাবেশ শেষে সবাই সম্মিলিত গণ মিছিল করেন। মিছিলটিতে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা ও নতুন করে জঙ্গি নাটক ফিরিয়ে আনার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে বায়তুল মোকাররম এলাকা। এসময় হাজার হাজার নেতাকর্মী এবং মুসলিম তৌহিদী জনতা মিছিলে অংশ গ্রহণ করে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: