ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (৭৫) রোববার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাঁকে হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের প্রধান প্রফেসর আলোন হর্শকো পরীক্ষা করেন। পরীক্ষায় জানা যায়, নেতানিয়াহু পচা খাবার খেয়ে অন্ত্রের প্রদাহ ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়েছেন।
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন। আগামী তিন দিন তিনি বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।
⚖️ আদালতে নেতানিয়াহুর উপস্থিতি:
নেতানিয়াহুর অসুস্থতার কারণে তাঁর চলমান দুর্নীতি মামলার সোমবার ও মঙ্গলবারের শুনানি স্থগিত করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে।
🩺 নেতানিয়াহুর পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যা:
নেতানিয়াহু ২০২৩ সালে হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়লে পেসমেকার স্থাপন করেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্রাবনালী সংক্রমণের কারণে তাঁর প্রস্টেট অপসারণ করা হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে হেরনিয়া অপারেশনও করা হয়েছিল।
.jpeg)



0 coment rios: