ফরিদপুরে সাহিত্য পরিষদের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সভা এবং সনেট কবি সুফি মোতাহার হোসেন ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ , আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয।
Ads
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিখা ও আইসিটি সুস্মিতা সাহা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল , প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের মা নুরুনহার মাসুদ,
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ও মিলন । অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম।আলোচনা সভায় বক্তা বলেন সাহিত্য মানে আলো ।একজন সাহিত্যিক তার লেখনীর মাধ্যমে সমস্ত ভালো কাজগুলো পাঠকদের মধ্যে মধ্যে তুলে ধরেন করে।
বক্তারা বিগত দিনে ফরিদপুর
সাহিত্য পরিষদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া আগামী দিনে ও সাহিত্য পরিষদ তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হয়।
অনুষ্ঠানের প্রথম প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে প্রায় ১৫-২০ টি স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়। প্রথম পর্ব সঞ্চালনা করেন আব্দুর রাজ্জাক রাজা । অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখযোগ্য সংঘ দর্শক শ্রোতা এই অনুষ্ঠান উপভোগ করেন।
Ads




0 coment rios: