মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৩ নং কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা কলোনি পাড়ার সুমাইয়া খাতুন একসাথে তিন সন্তানের জ-ন্ম দেন জুলাই মাসে। ২ মেয়ে ও এক ছেলে। পারিবারিক স্ব'চ্ছ'ল'তা না থাকায় শিশুদের লা'ল'ন পা'ল'নে'র জন্য আর্থিক স'হা'য়'তা চেয়ে আবেদন করেন দামুড়হুদা উপজেলা প্র'শা'স'নে'র কাছে।
তারই ধাবাহিকতায় আজ ১৯ (আগস্ট) মঙ্গলবার সকালে বৃষ্টি উপেক্ষা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ছুটে যান সুমাইয়ার বাড়ীতে । তাঁর বাড়ীতে পৌঁছে দেন শুকনো খাবার এবং নগদ অর্থ।
দুইটি বাচ্চা অ'সু'স্থ থাকায় তাদের সাথে দেখা না হওয়ায় তাদের সুস্থতা কামনা করেন তিনি। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন তারা তিনজনে বেড়ে উঠুক মুক্ত আলো বাতাসে। তিনি আরও বলেন যে তাদের যেকোন সমস্যায় আমি পাশে থাকব বলে আশ্বাস দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী সহ সচেতন মহল




0 coment rios: