জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিস ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র ঘোষিত কাজীপুর উপজেলা সম্মেলন প্রস্তুতকারী কমিটির সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কনকচাঁপা বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমাদের দলকে আরো সুসংগঠিত করতে হলে সদস্য নবায়নের মাধ্যমে ভিত্তি মজবুত করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করাই এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “আমি শুধু একজন শিল্পী নই, একজন দায়বদ্ধ মানুষ হিসেবে কাজীপুরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কাজীপুরের জনগণের সঙ্গে থেকে কাজ করতে চাই। আপনাদের ভালবাসা ও সমর্থন পেলে ধানের শীষের প্রতীক নিয়ে এই এলাকার সেবা করতে প্রস্তুত।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা কনকচাঁপার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রমে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
চরগিরিস এলাকার এক তরুণ বলেন, “কনকচাঁপা আপা আমাদের মনের কথা বলেন। তার মুখে যখন গ্রামের কথা শুনি, তখন মনে হয় তিনিই আমাদের সত্যিকারের প্রতিনিধি হতে পারেন।”
স্থানীয় দিনমজুর মো. বেল্লাল বলেন, “অনেকেই আসে এখানে, কিন্তু উনার মতো আন্তরিকভাবে কেউ কথা বলেনি। আমরা তাঁকে সমর্থন দিই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে পারবে। এছাড়া কনকচাঁপার মতো সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ, সাধারণ মানুষের সঙ্গে সহজ সংযোগ স্থাপন এবং দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে সদস্য নবায়ন কার্যক্রম চালু করেছে। কাজীপুরে আয়োজিত এই অনুষ্ঠান সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।




0 coment rios: