24 Aug 2025

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫৭ আসন শূন্য, সাক্ষাৎকার আহ্বান




আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও ৫৭টি ফাঁকা আসনের বিপরীতে সাক্ষাৎকার আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শুক্রবার (২২) আগস্ট বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে এ, বি এবং সি ইউনিটের অধীন বিভাগসমূহে ভর্তিচ্ছুক (যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চয়েস ফরম পূরণ করেছে) নিম্নলিখিত মেধাক্রম সীমার শিক্ষার্থীদের মধ্যে যারা এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও অন্যান্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয় বরাদ্দ পাননি, তাদের আগামী ২৫ আগস্ট থেকে ২৬ই আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে ২৭ আগস্ট ও ২৮ আগস্ট ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হচ্ছে।’

উল্লেখ্য, উল্লিখিত তারিখে মধ্যে ভর্তিচ্ছু যেসব শিক্ষার্থী সাক্ষাৎকার বোর্ডে তাদের উপস্থিতি নিশ্চিত করবে শুধু তারাই এ প্রক্রিয়ায় ভর্তির জন্য বিবেচিত হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: