30 Aug 2025

বাবা মায়ের কোল ছেড়ে চলে গেলো ১১ বছরের আলিফ




মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 



আজ ৩০ আগস্ট শনিবার চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের নতুন পাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মোঃ আলিফ হোসেন (১১) নামের এক তরুণ মৃত্যু হয়েছে।


 নিহত আলিফ হোসেন  দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অকালে ঝরে গেলো একটি প্রাণ । জীবন শুরু করার আগেই যেন থেমে গেল তার পথচলা। শনিবার সকাল ০৯ টা ৫০ মিনিটে সুবলপুর গ্রামে নতুন পাড়ায় আলিফ পাশের বাড়ির খেলা করতে গিয়েছিল। কারণবশত খেলা সময় দুই তলা বিল্ডিং থেকে পড়ে যায় বিদ্যুৎ মেইন তারের উপর তখন এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।


 ঘটনার  মুহূর্তে যেন একটি অদৃশ্য বজ্রপাত আঘাত হানে তার ওপর। বিদ্যুতের তীব্রতায় ছিটকে পড়ে সে, সমস্ত শরীর কেঁপে ওঠে, আর তারপর সব নিস্তব্ধ। কর্মব্যস্ত সকালে কোলাহল ছাপিয়ে ওঠে মানুষের আর্তনাদ।


আশেপাশের মানুষ দ্রুত ছুটে আসে। তার পিতা আব্দুল মোমিন ও পরিবারের সবাই মিলে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।


 হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবনের স্বপ্নগুলো আর বাস্তব হলো না, তার সব চেষ্টা যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। হাসপাতালে যখন আলিফের বাবা আবদুল মোমিন পৌঁছালেন, তখন সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। 


সন্তান হারানোর শোকে তিনি যেন পাথর হয়ে যান। আলিফ ছিলেন তার পরিবারের একমাত্র অবলম্বন, শত কষ্টের মধ্যেও যে ছেলেটি একটি হাসিমুখ নিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা। তাদের কান্না আর বুকফাটা আর্তনাদে হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে।



এই ঘটনাটি এলাকার সবাইকে শোকাহত করেছে এবং বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগকে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: