5 Aug 2025

চুয়াডাঙ্গার স্থানীয় শহিদ দিবস আজ

মোঃ মিনারুল ইসলাম

জেলা প্রতিনিধি




আজ ০৫ ই (আগস্ট) মঙ্গলবার  চুয়াডাঙ্গা স্থানীয়  শহিদ দিবস । দিবসটি পালন উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় পাকবাহিনীর হাতে নিহত ৮ জন মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ, জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।

 ১৯৭১ সালের ৫ আগস্ট চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মধ্যবর্তী স্থান রতনপুর ও বাগোয়ান গ্রামের মাঝামাঝি মাঠে পাক-হানাদার বাহিনীর  সম্মুখ যুদ্ধে ১৫ জন মুক্তিযোদ্ধা অংশ নেন। এ যুদ্ধে ৭ জন প্রাণে বেঁচে গেলেও ৮ জন বীর মুক্তিযোদ্ধা নিহত হন। নিহতেরা হলেন- শহিদ বীর মুক্তিযোদ্ধা হাসান জামান, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন, আফাজ উদ্দিন, আলাউল ইসলাম খোকন, রওশন আলম, খালেদ সাইফুদ্দিন ও আহম্মেদ তারেক।



এই যুদ্ধে নিহত ৮ জনের লাশ দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে কিতাব হালদারের জমিতে চাপা মাটি দেয় পাক-হানাদার বাহিনী। যা পরবর্তীতে এর নাম আটকবর করা হয়। এরপর ১৯৯৮ সালে ৮ কবর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এরপর থেকে আটকবর নামে এ স্থানটি পরিচিতি লাভ করে। ১৯৯৮ সালে ৬৬ শতক জমির ওপর তৎকালীন এলজিইডির প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে দেন


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: