চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযান চলাকালে হঠাৎ ম্যাজিস্ট্রেটের চোখে পড়ল একটি সিএনজিচালিত অটোরিকশার নম্বর প্লেটের দিকে। সেখানে লেখা ছিল ‘নাটক কম করো প্রিয়’। বিষয়টি দেখে বিব্রতবোধ করেন তিনি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে সীতাকুণ্ড পৌর সদরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনকে ৭টি মামলা করে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিটনেসবিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সহীন মোটরসাইকেল সড়ক-মহাসড়কে চলাচল, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রী বহন ইত্যাদি অনিয়মের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেসসনদ ও রুটপারমিট ব্যতীত যানবাহন পরিচালনার অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাত গাড়িচালককে চৌদ্দ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, দায়িত্ব পালন করার ক্ষেত্রে বহুবার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছি। আজ ভ্রাম্যমাণ আদালতে এসে একটি সিএনজিচালিত অটোরিকশার নম্বর প্লেটে ‘নাটক কম করো প্রিয়’ লেখা দেখে খুব বিব্রত বোধ করি। গাড়িচালকের রেজিস্ট্রেশন কার্ড ছিলই না, তার মধ্যে গাড়ির নম্বর প্লেটে এলোমেলো লেখা। এটা এক ধরনের আইনকে বৃদ্ধা আঙুল দেখানোর মতোই। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ কর্তৃপক্ষ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং সীতাকুণ্ড উপজেলা শাখার নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা।




0 coment rios: