মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে। তবে ঠিক কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহলে এ গ্রেপ্তার নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও পুলিশ বলছে, “আইনশৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”




0 coment rios: