20 Aug 2025

আল্লামা সাঈদীর স্মরণে বরিশালে আলোচনা ও দোয়া মাহফিল

 

বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) স্মরণে বরিশালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় ইসলামী ব্যাংক হাসপাতালের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতোয়ালি থানা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।


ads

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মিজানুর রহমান এবং সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান ওয়ালিদ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস এবং প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন কোতোয়ালি থানা শাখার সহ-সভাপতি মাহাদী হোসাইন ও আবু জাফর।

ads

আলোচনা সভায় আল্লামা সাঈদীর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “আল্লামা সাঈদীকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের খলনায়ক একজন চিকিৎসক, এটাই সবচেয়ে পরিতাপের বিষয়।” আলোচনা শেষে আল্লামা সাঈদীর শাহাদাতকে আল্লাহর কাছে কবুলিয়াত হিসেবে কামনা করে তাঁর মাগফিরাতের জন্য দোয়া করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: