19 Aug 2025

টাঙ্গাইল জেলা সরকারি গ্রন্থাগারে পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান



-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি 


তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে 'জেলা সরকারি গণগ্রন্থাগার' আয়োজিত আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ আগস্ট)মঙ্গলবার টাঙ্গাইল জেলা সরকারি গণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা সরকারি গণ গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার সৈয়দ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের বিশিষ্ট কবি ও 'সময়ের সাহিত্যকণ্ঠ' পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল। এছাড়াও বক্তব্য রাখেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ আলী আহসান বেনু। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরি সহকারী মো. ওয়াকিফুল ইসলাম। গ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামলচন্দ্র সরকারের সহযোগিতায় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: