26 Aug 2025

সর্প দংশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা





মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি




প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) যৌথভাবে রাজশাহীতে আয়োজন করেছে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

 


শনিবার (২৩ আগস্ট) দুপুর ৩টায় রুয়েট প্রশাসনিক ভবনের ২১৭ নং কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই কর্মশালাটি। 



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান, বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ড. জালাল উদ্দিন সর্দার, এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আফজাল হোসেন।


 


অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মোঃ আবু সাইদ, এবং প্রশিক্ষক ছিলেন রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন রুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএফ সভাপতি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এনবিসিএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


 


আলোচকবৃন্দ প্রশিক্ষণার্থীদেরকে বাংলাদেশে বিষধর ও বিভিন্ন সাপের প্রজাতি, সাপের কামড়ের কারণ ও পরিসংখ্যান, এন্টিভেনমের ব্যবহার, এবং সাপ উদ্ধারের নিরাপদ পদ্ধতি বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও প্রকৃতিতে অবমুক্তকরণের গুরুত্বও তুলে ধরা হয়।


 


প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে সর্প হ্যান্ডলিং, উদ্ধার ও সুরক্ষিতভাবে অবমুক্তকরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকরা নিরাপত্তা, সুরক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: