25 Aug 2025

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের


 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সন্দেহের কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি, এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ৭২-এর সংবিধান সংশোধন না করে কোনো নির্বাচন নয়। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিলেও আমাদের কোনো আপত্তি নেই।

ads

এ ছাড়া বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই আসলে গালগল্প, আসন সমঝোতা নিয়ে আমাদের বিএনপির সঙ্গে কোনো কথা হয়নি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না, এর থেকে গুরুত্বপূর্ণ ৭২-এর সংবিধান সংস্কার করে নির্বাচনের দিন ঠিক করা।আসন্ন নির্বাচন নিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম এ নায়ক বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি, দেশের এই পরিবর্তন আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাবব।

ads

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

ads

এর আগে, তিন দিনের মালয়েশিয়া সফরে সেখানে অধ্য়য়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। এ ছাড়া মালয়েশিয়ার কাজাং শিল্প এলাকায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শুনে বাস্তবায়নের কথা দেন।


    শেয়ার করুন

    Author:

    Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

    0 coment rios: