মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
বিশেষ স্বাক্ষাতকারে,,,
বিশ্ববিদ্যালয়গুলো একসময় ছিল জ্ঞানচর্চার স্থান। যেখানে ছাত্ররা স্বপ্ন দেখত বিজ্ঞানী হওয়ার, কবি হওয়ার, শিল্পী হওয়ার, সমাজের আলোকবর্তিকা হওয়ার। কিন্তু আজ সেই বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে এক অদ্ভুত নাটক—রাজনীতির নাটক। দিনে-রাতে ক্যাম্পাসে চলে মিছিল, স্লোগান, দখল, সংঘর্ষ। নেই পড়াশোনা, নেই গবেষণা, নেই শিল্প-সাহিত্য। আছে শুধু দলীয় প্রভাব, ক্যাডার তৈরি, ক্ষমতার লোভ।
ছাত্র রাজনীতি আজ এমন এক ভয়াবহ রূপ নিয়েছে, যা শিক্ষার মূল উদ্দেশ্যকে ধ্বংস করে দিয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে শিক্ষার উদ্দেশ্য হলো আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন, নৈতিকতা ও মানবিকতা শেখা, এবং সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা। রাসূল ﷺ বলেছেন, “জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের উপর ফরজ।” কিন্তু আজ সেই ফরজ কাজকে আমরা দলীয় স্বার্থে বিকিয়ে দিচ্ছি।
ইসলামের স্বর্ণযুগে—খুলাফায়ে রাশেদীন, আব্বাসীয়, ও আন্দালুসের যুগে—বিশ্ববিদ্যালয়গুলো ছিল গবেষণার কেন্দ্র। বাগদাদের বাইতুল হিকমা, কায়রোর আল-আযহার, কর্ডোভার বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে আল-খাওয়ারিজমি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল-বেরুনি, ইবনে হায়থামের মতো মনীষীরা। তারা রাজনীতির নামে সন্ত্রাস করেননি, বরং জ্ঞান দিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন।
তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা গবেষণা করত গণিত, চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য নিয়ে। তারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করত, সমাজের কল্যাণে কাজ করত। তারা জানত, “যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে, সে আল্লাহর প্রিয় বান্দা।” অথচ আজ আমাদের ছাত্ররা রাতভর মিছিল করে, দিনভর দখল নিয়ে ব্যস্ত থাকে। তাদের হাতে বই নয়, হকিস্টিক। মুখে দোয়া নয়, সিগারেট।




0 coment rios: