মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর থেকে পরিচালিত উলামা তলাবা মানবিক সংগঠন এর মাধ্যমে প্রতিষ্ঠিত সারা দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ২০ টাকার এ পর্যন্ত মোট ৪৭ টি মক্তব মাদ্রাসা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রত্যান্ত অঞ্চল রংপুর, দিনাজপুর, নীলফামারি, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কুমিল্লা, নড়াইল, সিলেটসহ অনেক এলাকায় স্থাপিত মক্তব মাদ্রাসা গুলো বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং অনুদান দাতাগণের ২০ টাকা থেকে শুরু করে স্বামর্থ্য অনুযায়ী অনুদানের মাধ্যমে পরিচালিত হয়।
কোন রকম সংঘ ছাড়াই উলামা-তলাবা মানবিক সংগঠনটি হাফেজ মো আনিসুর রহমানের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করে একাই পরিচালনা করে আসছেন। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা, মানবিক সেবা, প্রত্যান্ত অঞ্চলের হতো দরিদ্র মানুষদেরকে সহযোগিতা এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত দরিদ্র ছেলে মেয়েদের পবিত্র কোরআন শিক্ষার জন্য সারা দেশে এ পর্যন্ত ৪৭ টি মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। বন্ধ হয়ে যাওয়া প্রায় ১০ টি মক্তবকে নতুন করে চালু করেছেন। ভবিষ্যতে প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
শুধু তাই নয় মেডিকেল, পলিটেকনিক, বিশ্ববিদ্যালয়, নামকরা মাদ্রাসায় চান্স প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও শিক্ষা সহায়তা দেন। এছাড়াও অসংখ্য বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা এবং ব্লাড ম্যানেজ করে দেন। বিভিন্ন দূর্যোগ ও মহামারীর ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে সহযোগিতা করেন।
অসংখ্য মানুষের ২০ টাকার সহযোগিতায় পরিচালিত মক্তব মাদ্রাসা গুলোতে অসংখ্য আলেম স্বল্প হাদিয়ার বিনিময়ে শিক্ষা দিয়ে আসছেন। অসংখ্য শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করার সুযোগ গ্রহণ করতে পারছেন।
মানবিক হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান আনিস বলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আবেদন আসলেও অর্থনৈতিক সংকট থাকার কারণে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। যদি দেশের বিভিন্ন অঞ্চলের স্বাবলম্বী মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসলে খুব দ্রুত সারা দেশের সকল এলাকায় মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশা আল্লাহ।




0 coment rios: