21 Aug 2025

গাজীপুরে অভ্যুত্থান পরবর্তী চ্যালেন্জ ও উলামা-জনতা সমন্বিত আকাংখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত




মো ইয়াকুব আলী তালুকদার 

স্টাফ রিপোর্টার, গাজীপুর 


আওয়ামী ফ্যাসিস্ট সৈরাচারী সরকার পতনের পর এক বছর অতিবাহিত হলেও দেশের জনসাধারণের আকাংখা এখনো বাস্তবায়ন হয়নি। সেখানে আলেম ওলামা ও জনসাধারণের কতোটুকু ভুমিকা ও করনীয় নির্ধারন বিষয়ে আলোচনা। 

ads

আজ ২১ আগস্ট বৃহস্পতিবার গাজীপুরের একটি স্থানীয় কনভেনশন হলে বিকেলে গণ-অভ্যুত্থানের পরবর্তী চ্যালেন্জ ও উলামা জনতা সমন্বিত আকাংখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব মো আব্দুল হামিদ মধুপুরী। আরও উপস্থিত ছিলেন মুফতি হারুন ইজহার সাহেব। মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেব। মাহতাবসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অসংখ্য আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তি এবং জনসাধারণ। 

ads

বক্তারা তাদের বক্তব্যে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান ভুলে ধরেন। দীর্ঘ ১৬ বছরে আলেম ওলামা এবং ইসলাম প্রিয় ব্যক্তিদের উপর জুলুম নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা তুলে ধরেন। জুলাই আগষ্টে ২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আত্বত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় আলেম ওলামা ও জনসাধারণের আশা, আকাংখা, চাহিদা, প্রত্যাশার কথা বলেন। নতুন করে আবার ফ্যাসিস্ট তৈরী, পশ্চিমা দখলদারিত্বের  চেষ্টা, নতুন করে জঙ্গি নাটক তৈরী করে দমিয়ে রাখা, মিথ্যা মামলা নাটকের যাত্রা শুরু হয়েছে বলে তারা জানান। 


গণ-অভ্যুত্থানের পরে দীর্ঘ এক বছরে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা, খুন, চাঁদাবাজি, দখলবাজ, ধর্ষণ বৃদ্ধিসহ নানা অপকর্মে জর্জরিত । নিরাপত্তাহীন জীবন।

জনসাধারণ কি চায়? তা আদৌ কি সম্ভব হবে বাস্তবায়ন করা? সেই ক্ষেত্রে আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণের কি ভুমিকা পালন করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। 

জনগণের চাহিদার বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য আলেম ওলামা এবং জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইনে দেশ পরিচালনা করতে হবে। একমাত্র ইসলামী বিধিবিধানই সকলের মঙ্গল বয়ে আনতে পারে। অন্য কোন মতে অন্য কোন পথে গণ-অভ্যুত্থানের আকাংখা বা প্রত্যাশা পুরন হতে পারে না। তাই তাই সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। সকল অপরাধকে প্রতিহত করতে হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: